এই মুহূর্তে জেলা

পঞ্চায়েতের বিরুদ্ধে এবার রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন এলাকার মানুষ।


হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আবাস যোজনায় দুর্নীতি নিয়ে এর আগে বিস্তর অভিযোগ উঠেছিল। এবার হাওড়ার মাকড়দহে রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় মানুষ। মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শ্রীমানী পাড়ায় রাস্তাই তৈরি হয়নি, অথচ রাস্তা তৈরি হয়েছে বলে সেখানে ঘটা করে ফলক লাগানো হয়েছে।

এর প্রতিবাদে বুধবার সকালে মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিসে এর সুরাহা চাইতে এসে তাঁরা দেখেন অফিস বন্ধ। বিক্ষোভকারীরা দাবি করেন রাস্তা তৈরির টাকা কোথায় গেল তার জবাব পঞ্চায়েত প্রধানকেই দিতে হবে। আরও অভিযোগ, এলাকায় বৃষ্টি হলে এক হাঁটু জল জমে যায়। নিকাশির কোনও ব্যবস্থা এলাকায়। পাশাপাশি আগাছার জঙ্গল হয়ে থাকলেও রাস্তাঘাট সাফাই হয় না নিয়মিত। এমনই বহু ভুরিভুরি অভিযোগ তুলে এদিন পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হন তাঁরা।