এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে শিবরাত্রির মেলার উদ্বোধনে পৌরপ্রধান।

প্রদীপ বসু, ১৯ ফেব্রুয়ারি:- শিব রাত্রির সন্ধ্যায় মহাশিবরাত্রি মেলার শুভ সূচনা করলেন চাপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানির ৫ নং ওয়ার্ড এর বগুয়াতলা মাঠে উদবোধনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর বৃন্দ প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্টজনেরা।অতিথিদের সন্মান জানানোর পর বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।খেলনা, খাবার, নানারকম সামগ্রি স্থান পেয়েছে এই মেলায়।

এরপর আর বি এস এর পাশে পৌরসভার উদ্যোগে ১৩ টি দোকানের শুভ সূচনা করলেন পৌরপ্রধান সহ অন্যান্যরা। পাচ জনের হাতে নতুন দোকান ঘরের চাবি দেওয়া হল মঞ্চ থেকে। এব্যাপারে পৌরপ্রধান জানান চাপদানি পৌরসভার আয় বাড়াতে যেখানে যেখানে ফাঁকা জায়গা থাকবে দোকান ঘর করে দেব। একদিকে পৌরসভার আয় বাড়বে অন্যদিকে মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর বিক্রম সাউ পৌরপ্রধান, স্থানীয় সঙ্গম স্পোর্টিং সংঘ ও সাধারণ মানুষের প্রশংসা করেন।