কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- ফের কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করল রাজ্য সরকারকে। কেন্দ্র জলশক্তি মন্ত্রক থেকে তিন তিনটে পুরস্কার দেওয়া হল রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিজামকে। রাজ্য পি এস ইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং, এই তিনটে ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে এই নিগমকে। আজ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র এই পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লিতে গিয়েই পুরস্কার নিয়ে এসেছেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগামের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল। ১৯৬১ সালে এই নিগম তৈরি হয়েছিল রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে কে বাড়ানোর জন্য। কম মূলধনে এক্ষেত্রে ব্যবসা শুরু করা যায় এবং রাজ্য সরকার সব রকম ভাবে সাহায্য করে।
ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জ 27 জুন দিনটিকে ক্ষুদ্র ছোট্ট মাঝারি শিল্পের উদ্যোগ দিবস হিসেবে চিহ্নিত করেছে। পুরস্কার নেওয়ার পর নিখিল নির্মাণ বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যে শিল্পের বিকাশে ও শিল্পায়নের দিকে নজর দিয়েছেন এই পুরস্কার তারই ফল মুখ্যমন্ত্রী একান্ত প্রচেষ্টা ও দপ্তরের সর্বস্তরের কর্মীদের কাজের অবদানে এই পুরস্কার পাওয়া গিয়েছে। যা আগামী দিনে ডাক্তারকে আরো কাজ করার বেশি উৎসাহ দেবে, প্রসঙ্গত এই মুহূর্তে এই সংস্থার অধীনে রাজ্যের ৫৭ টি শিল্প এবং বাণিজ্যিক কমপ্লেক্স রয়েছে। যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লক্ষ কর্মসংস্থান হয়েছে।