হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- মৃত্যুর পরেও জটু লাহিড়ীকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার তীব্র নিন্দা করল বিজেপি। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই জানান, জটু লাহিড়ীর মতো সিনিয়র নেতাকে নিয়ে মৃত্যুর পর রাজনীতি করা উচিত কাজ নয়। এদিন ঘটনার সূত্রপাত জটু লাহিড়ীকে অন্তিম শ্রদ্ধা জানাতে এসে তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি কল্যাণ ঘোষের একটি মন্তব্য।
সেখানে প্রয়াত জটু লাহিড়ী সম্পর্কে কল্যাণ ঘোষ বলেন, ‘দু:খের বিষয় উনি কিছু লোকের দ্বারা বিভ্রান্ত হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপি তাঁকে সেই সম্মান দেয়নি। কিন্তু আমরা মনে করি উনি যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে উনি সম্মানের সঙ্গে বিদায়ী যাত্রা নিতে পারতেন।’ আর কল্যাণের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।