কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- নবম-দশমে শিক্ষক নিয়োগে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের সুপারিশ বাতিলের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদের নিয়োগের সুপারিশ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এস এসসি-র পক্ষ থেকে লেখা হয়েছে ‘Erroneously Issued’ অর্থাৎ ভুল করে এদের নিয়োগ করা হয়েছিল।
মঙ্গলবার থেকে এদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে ভুল সুপারিশ খুঁজে তালিকা প্রকাশ করে কমিশন। ৯৫২ জনের বিকৃত ওএমআর শিটের তথ্য সামনে আসার পর ৮০৫ জনের সুপারিশ চিহ্নিত হয়। সেই সূত্রে সোমবার ৬১৮ জনের সুপারিশ তালিকা প্রকাশ হল।