এই মুহূর্তে জেলা

ব্যাডমিন্টন খেললেন জেলা শাসক পুলিশ কমিশনার।

হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- দু’দিন আগে হাওড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, চুঁচুড়ার সেই ইনডোর স্টেডিয়ামে খেলার সূচনা করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। শনিবার গোর্খা ময়দানের চুঁচুড়া ইনডোর স্টেডিয়াম যেখানে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার ভাবনা রয়েছে।সেখানে ব্যাডমিন্টন খেললেন হুগলীর জেলা শাসক পি দীপাপ প্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। জেলা প্রশাসনের দুই শীর্ষ ব্যাক্তির ব্যাডমিন্টন খেলা দেখতে হাজির ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। পরে সদর মহকুমা শাসক ও অতিরিক্ত জেলা শাসকরাও কোর্টে ব্যাডমিন্টন খেলেন। খেলার শেষে পুলিশ কমিশনার বলেন, জেলায় এত ভালো পরিকাঠামোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করা হবে।

স্কুল পর্যায় থেকে ছেলে মেয়েদের নির্বাচন করা হবে।যারা টেবিল টেনিস ব্যাডমিন্টন জিননাসটিক্সের মত ইনডোর খেলায় আগ্রহী। ভালো কোচিং এর মাধ্যমে তাদের খেলার সুযোগ করে দেওয়াই হবে লক্ষ। জেলার ক্রীড়া ব্যক্তিত্ব জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে কথা বলে সব ঠিক করা হবে। প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার আশিষ দত্ত জানান, কাদের নিয়ন্ত্রণে থাকবে এই স্পোর্টস কমপ্লেক্স সেটাই বড় কথা।যারা খেলাধুলায় আগ্রহী।ভবিষ্যত খেলোয়ার তুলে আনতে চান তাদের যুক্ত করতে হবে। খেলা ধূলোর পরিকাঠামো সবাই পায়না।সেই সুযোগ পাবেন চুঁচুড়া তথা জেলার খেলোয়াড়রা। সব ঠিক থাকলে আগামী পাঁচ বছরে ফল পাওয়া যাবে।