এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশ মিউজিয়ামের ঠিকানা বদল।


কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- কলাকাতার পুলিশ মিউজিয়াম আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন,আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সঙ্গে আরও ভালো ভাবে পরিচিত করবে।

পূর্বতন আলিপুর জেলের ৪ নম্বর সেলের ১৪ টি কক্ষ সংস্কার করে এই মিউজিয়াম স্থানান্তর করা হয়েছে। যেখানে বিপ্লবীদের ব্যবহৃত রিভলভার, বোমা ইত্যাদি নান অস্ত্রশস্ত্র রয়েছে। উল্লেখযোগ্য মামলার ইতিহাস যেমন আলিপুর ষড়যন্ত্র, ঢাকা ষড়যন্ত্র মামলার নথি, অনুশীলন সমিতি,যুগান্তর গোষ্ঠীর কার্যকলাপ সংক্রান্ত পুলিশ রিপোর্টের কপিও রয়েছে। এই সংগ্রহশালা ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের আলাদা কোনও টিকিট কিনতে হবে না।