এই মুহূর্তে কলকাতা

গঙ্গা দূষণ রোধে পাঁচ পুরসভার জন্য ১১ কোটি অনুমোদন বিশ্ব ব্যাংকের।


কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- গঙ্গা রিভার বেসিন প্রকল্পের আওতায় জল দূষণ রোধ করতে বিশ্ব ব্যাঙ্ক রাজ্যের পাঁচটি পুরসভার জন্য ১১ কোটি টাকা অনুমোদন করেছে। বারাকপুর মহকুমার গারুলিয়া পুরসভা, নদীয়া জেলার চাকদহ এবং শান্তিপুর পুরসভার পাশাপাশি হুগলি জেলার চাঁপদানী এবং ভদ্রেশ্বর পুরসভা রয়েছে। এই পাঁচটি পুরসভা এলাকার জন্য প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই বরাদ্দ থেকে বৈদ্যুতিক চুল্লি, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, গোবর গ্যাস প্লান্ট ইত্যাদি তৈরি করা হবে। মূলত গঙ্গা দুষণ প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের পাঁচটি পুরসভাকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৪ ফেব্রুয়ারির মধ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, গারুলিয়া পুরসভা এলাকায় এই প্রকল্পের জন্য সব থেকে বেশি পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। এই পুরসভায় বৈদ্যুতিক চুল্লি এবং স্যোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ৪ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। চাকদহ পুরসভা এলাকায় বৈদ্যুতিক চুল্লির জন্য ১ কোটি ১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শান্তিপুর পুরসভা এলাকায় বৈদ্যুতিক চুল্লির ফার্নেসের জন্য ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। চাঁপদানী পুরসভা এলাকায় একাধিক ওয়ার্ড জুড়ে খাটাল রয়েছে। যা নিয়ে এলাকার মানুষ তিতি বিরক্ত। তাই এই পুরসভা এলাকায় গোবর গ্যাস প্রকল্পরের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর ভদ্রেশ্বর পুরসভা এলাকায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের তিন কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।