কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যপালের কাছে আজ রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের অন্তর্বতী রিপোর্ট জমা পড়েছে। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে এই অন্তর্বর্তী রিপোর্ট তুলে দেন। ১১ দফা সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েতে সুষ্ঠু অডিটের ব্যবস্থা করার ওপর রিপোর্টে জোর দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ কমিশন যে টাকা দিচ্ছে, তা পঞ্চায়েত স্তরে ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না প্রতি তিন মাস অন্তর তার খতিয়ান নেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে স্বাধীন সংস্থাকে দিয়ে পঞ্চায়েতের কাজ কর্ম পরীক্ষা করাতে অর্থ কমিশনের রিপোর্টের সুপারিশ করা হয়েছে।পাশাপাশি প্রতিটি পঞ্চায়েতে পৃথক রিপোর্ট কার্ডও প্রকাশ করতে পরামর্শ দেওয়া হয়েছে।