হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজন করা হয়েছে। উত্তর হাওড়ার সবথেকে বড় উৎসব হলো শীতলা মায়ের স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে উত্তর হাওড়ার রাজপথে। এদিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো রাখতে মোতায়েন করা হয়েছে সাধারণ পুলিশ, ডিডি স্পেশাল অ্যান্টি থেফট টিম। রয়েছে শক্তিবাহিনী। নজরদারির জন্য লাগানো হয়েছে ক্যামেরা ও রয়েছে একাধিক ড্রোন। নজরদারির জন্য সাদা পোশাকে মোতায়েন রয়েছে পুলিশও।
স্নানযাত্রায় আসা ভক্তদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় উত্তর হাওড়া। এই অবস্থা স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণ করে কিছু সময় অন্তর রাস্তা পারাপার করানো হবে। বিভিন্ন এলাকায় গার্ড রেল দিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই স্নানযাত্রা উপলক্ষে বেশ কিছু রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে উত্তর হাওড়ায় হয় শীতলা মায়ের স্নানযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের ভিড় হয় প্রতি বছর। এই রীতি চলে আসছে বছরের পর বছর ধরে। উত্তর হাওড়ার মানুষ এই উৎসবকে ভীষণভাবে মানেন। তাঁরা মনে করেন মায়ের কাছে যা চাইবেন তাই পাওয়া যায় আজকের দিনে। গঙ্গা থেকে দন্ডি খাটতে খাটতে মায়ের মন্দির অবধি এসে মাকে পুজো দেওয়া হয় এখানে।