এই মুহূর্তে কলকাতা

নিউ টাউন এলাকাকে নিয়ে পৃথক পুরসভা করার সিদ্ধান্ত।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- পদ্ধতিগত জটিলতায় আধুনিক উপনগরী নিউটাউনের একাংশ পঞ্চায়েত এলাকার মধ্যে ঢুকে পড়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধান করতে নিউটাউন এলাকাকে নিয়ে একটি পৃথক পুরসভা করা হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত একটি বিল আনার প্রস্তুতি চলছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পঞ্চায়েতের সাম্প্রতিক আসন পূণর্বিন্যাসের পর রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া ১সি, ১ডি, ১এ, ২বি, ২ই, ১বি, ২ এলাকাকে জ্যাংড়া হাতিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে চলে গেছে।

এই বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুরমন্ত্রী জানিয়েছেন, নিউটাউন এলাকার জন্য পৃথক উন্নয়ন পর্ষদ রয়েছে। ওই এলাকা কখনোই পঞ্চায়েতের অধীন হতে পারেনা। কারণ সেক্ষেত্রে ওি সব এলাকার বাসিন্দাদের দুদফায় কর দিতে হবে। বিষয়টি নিয়ে পুর দফতরের তরফে তিনি পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি লিখেছেন বলে পুর মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, জেলাশাসকের রিপোর্টের ভিত্তিতে এই চিঠি দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে। বিধানসভার অধিবেশনে এ নিয়ে সংশোধনী আনা হতে পারে।