এই মুহূর্তে জেলা

রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা চন্দননগর হাসপাতালে।


প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা চন্দননগর মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত গত ২৭ তারিখ ভদ্রেশ্বর এন এস রোডের শরৎপল্লীর বাসিন্দা সুদেব ধরের স্ত্রী রত্না ধর ঘাড়ে এবং পিঠে ব্যথা দিয়ে চন্দননগর হাসপাতালে ভর্তি হন। এরপর বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চলছিল চিকিৎসা। ঘটনা সূত্রপাত গতকাল সন্ধ্যায় হঠাৎই আবার ঘাড়ে এবং পিঠে ব্যথা অনুভব করতে থাকেন রত্না দেবী।

এরপর বারংবার নার্সদের জানানো হলেও ডাক্তার আসেনি বলেই অভিযোগ। এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রত্না দেবী। তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে তার প্রতিবেশিসহ পরিজনেরা। হাসপাতালে নার্সদের ঘেরাও করে রাখা হয়। এরপর চন্দননগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সিপিআইএম নেতা গৌতম সরকার। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে বলেন আজকের এই মর্মান্তিক ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই।