হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জ নেপালী পাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবি রাই (৪২)। নেপালী পাড়ার মন্দিরের পাশে মদের ঠেকে শুক্রবার ভোরে ওই খুনের ঘটনা ঘটে। রবিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশি ব্যারিকেড করা হয়েছে।
এদিন বেলার দিকে আসে ফরেনসিক দল। পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন বলে অনুমান পুলিশের। সন্দেহভাজন ২ জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় একটি মন্দিরের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। মদের ঠেকের সামনেই এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কয়েকদিন আগেই হাওড়ার শ্যামপুরেও চোলাই ঠেকের পাশে মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন বাবা। আর এবার সেই মদের ঠেকের সামনেই খুন হলেন এই ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।