হাওড়া, ২৩ জানুয়ারি:- উড়িষ্যা থেকে বাংলায় পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনেরও বেশি পরিমাণ গাঁজা। সাঁকরাইল থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগোড় টোলের সামনে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। গাঁজা সমেত গাড়ি আটক হয়। গাড়ির চালককেও গ্রেফতার করে পুলিশ।
তাঁকে থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যা থেকে এই গাঁজা নিয়ে দক্ষিণ ২৪ পরগণায় পাচার করা হচ্ছিল। এর সঙ্গে কোনও বড়ো মাদক চক্রের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় মাদক বিরোধী আইনের ধারাতে মামলা রুজু করা হচ্ছে। পাশাপাশি আটক হওয়া গাড়ির মালিককে খোঁজ করার চেষ্টা চালানো হচ্ছে। গাড়িটি চুরির গাড়ি কিনা তাও খতিয়ে দেখা হবে বলে সাঁকরাইল থানা সূত্রের খবর।