হাওড়া, ১৭ জানুয়ারি:- গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারিতে টেট পাস ট্রেন্ড চাকুরি প্রার্থীরা। তাদের অভিযোগ, ৯ বছর পার হয়ে গেছে অথচ তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর আগে আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল।
কিন্তু সেটা আদালতের নির্দেশে বাতিল করে দেওয়া হয়। আদালত জানিয়েছিল ২০২১ সালের ৩১ জুলাই এর মধ্যে সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে। কিন্তু তারপরেও তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা আন্দোলন শুরু করেছেন। যদি তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করা না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।