কলকাতা, ১৪ জানুয়ারি:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে আগামী সপ্তাহ থেকেই ফের একদফা জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার থেকে পাঁচদিনের সফকে মুর্শিদাবাদ আলিপুরদুয়ার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে তিনি মেঘালয়ে রওনা দেবেন। মেঘ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। সেখানে ঘাস ফুল ফোটাতে জোর কদমে মাঠে নেমেছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রীর এই সফর তারই অঙ্গ।
দলীয় সূত্রে খবর মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার শহর তুরা-তে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার ১৯ তারিখে আলিপুরদুয়ারে ফেরার কথা তাঁর। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে সে রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে। প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব রাজ্যটিতে দলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপকে। সেই আবহে সে রাজ্যে তৃণমূল সুপ্রিমোর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।