হুগলি, ১২ জানুয়ারি:- হুগলি জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সুবীর ঘোষের উদ্যোগে সহ সভাপতি মাননীয় শান্তনু দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক মাননীয় প্রবীর কুমার পাল মহাশয় ও শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সমর বাগচী মহাশয়ের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বৈদ্যবাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিবেকপল্লীতে এক মহতী রক্তদান শিবির আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অরিন্দম গুইন মহাশয়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া শিল্পী চ্যাটার্জী মহাশয়া, উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় দিলীপ যাদব মহাশয়, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয়, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় গিরিধারি সাহা মহাশয়, চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান মাননীয় সুরেশ মিশ্র মহাশয়, রিষড়া পৌরসভার উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সন্তোষ কুমার সিং মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দরা। উক্ত এই রক্তদানে মোট ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।