কলকাতা, ৭ জানুয়ারি:- হাম, রুবেলার বিরুদ্ধে সর্বাত্মক টিকাকরণ অভিযান শুরু করতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার, ৯ জানুয়ারি থেকে গোটা রাজ্যে হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ মাসের শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে এই টিকা পেতে পারে। পুরোপুরি বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। কলকাতায় ১০ লক্ষ এবং রাজ্যে ২ কোটি ৩৩ লক্ষ শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কলকাতায় স্কুলগুলিতে টিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে।
কলকাতা পুর-এলাকায় আড়াই হাজার স্কুলে চলবে টিকাকরণ কর্মসূচি। অন্যদিকে, জেলাগুলিতে সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে এই টিকা দেওয়া যাবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, করোনা-পরবর্তী পর্বে হামে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। তাই হামের টিকাকরণ কর্মসূচি সফল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রথম শিবির করে হাম ও রুবেলার প্রতিষেধক একইসঙ্গে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার কারণে গত ২ বছর হামের টিকাকরণ কর্মসূচি বিরাট ধাক্কা খেয়েছে। সে কারণে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেকটা বেড়েছে। দেশের মধ্যে দিল্লি ও পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সব রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এই টিকাকরণ আগেই সম্পূর্ণ হয়েছে।