এই মুহূর্তে কলকাতা

দিল্লিতে ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজে থাকবেন প্রধানমন্ত্রী।

কলকাতা, ৬ জানুয়ারি:- সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে নয়াদিল্লিতে দু’দিনের ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজ আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনে ভাষণ দেবেন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিবদের সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পরিকাঠামো উন্নয়ন, নারী কল্যাণ, শিশুদের পুষ্টিগত খাবার সহ বিভিন্ন ইস্যু নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এই সমস্ত বিষয়ে রাজ্যের অগ্রগতি মুখ্য সচিব বৈঠকে তুলে ধরবেন।পাশাপাশি, আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে রাজ্যগুলির ভূমিকা নিয়েও আলোচনা হবে।

প্রসঙ্গত, গত বছর জুন মাসে ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজ। সেখানেই কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে এগ্রিস্ট্যাক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কৃষি জমি, কোন জমিতে কী ধরনের শস্য উৎপাদন হয়, এবং প্রতিটি কৃষকের তথ্য একটি পোর্টালে তোলা হবে। একই সঙ্গে প্রতিটি তথ্যকে একে অপরের সঙ্গে সংযোজন করা হবে। এই কাজের জন্য প্রথমে ১৫টি রাজ্যকে বেছে নিয়েছে কেন্দ্র, যার মধ্যে এই রাজ্যও রয়েছে। এই কাজ রাজ্যে শুরু করার সমস্ত পদক্ষেপও ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।