কলকাতা, ৫ জানুয়ারি:- সরকারি স্কুলের মিড ডে মিলে এবার ডাল, ভাত, তরকারির সঙ্গে এবার থেকে মুরগির মাংস দেওয়া হবে। দেওয়া হবে ডিম এবং মরশুমি ফলও। প্রায় চারমাস এই অতিরিক্ত খাবার পাবেন পড়ুয়ারা। সরকারের এই সিদ্ধান্তে খুশি তাঁরা।কিন্তু কেন্দ্রের বরাদ্দ টাকায় এই খাবার পড়ুয়াদের দেওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে শিক্ষা মহলের অন্দরে। বৃহস্পতিবার শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পিএম পোষণ প্রকল্প’-এর আওতায় পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির জন্য রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড-ডে মিল প্রকল্পে। পড়ুয়াদের খাদ্যতালিকায় ডিম, মুরগির মাংস এবং মরসুমি ফল রাখার জন্য ওই টাকা দেওয়া হচ্ছে বলেও লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে।
যা পড়ুয়াদের বাড়তি পুষ্টি দিতে সাহায্য করবে বলে মনে করছে শিক্ষা দফতর। সে কারণেই এই উদ্যোগ বলেও লেখা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল এই ৪ মাস অর্থাৎ ১৬ সপ্তাহের জন্য এই বাড়তি খাবার দেওয়া হবে পড়ুয়াদের। প্রসঙ্গত, মিড-ডে মিলের টাকার ৬০ শতাংশ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য। সূত্রের খবর, প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করেছে নবান্ন। ইতিমধ্যে মিড–ডে মিল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সরকারের পরিকল্পনা অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগামী ৪ মাস— মিড–ডে মিলে সপ্তাহে তিনদিন মিলবে চিকেন। এর সঙ্গে দেওয়া হবে সেদ্ধ ডিম এবং মরসুমি ফল। প্রসঙ্গত রাজ্যের সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়াকে মিড–ডে মিল দেওয়া হয়। কিন্তু সেই মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক। বাংলায় মিড–ডে মিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র। আর এর পরেই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।