সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- হাওড়া-নিউ জলপাইগুড়ি “বন্দে ভারত” এক্সপ্রেস দাঁড়াল হুগলী জেলার দুটি প্লাটফর্মে। মাতৃ বিয়োগের জন্য আজ হাওড়ায় “বন্দে ভারত”এর অনুষ্ঠানে সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভার্চুয়ারি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। হাওড়া স্টেশনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেন কর্ড লাইন ধরে হুগলীর ডানকুনিতে এসে থামে। বেলা সওয়া বারোটা নাগাদ ডানকুনি থেকে ট্রেনটি রওনা দেয়। ঘড়ির কাটায় ঠিক ১২টা ৩০মিনিটে বন্দে ভারত এসে পৌঁছয় কামারকুন্ডু স্টেশনে।
আগে থেকেই কামারকুন্ডু স্টেশনকে বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। প্লাটফর্মে হাজির ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। যদিও তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। মাথায় ছিল বাংলা ও ইংরেজিতে “মোদিপাড়া” লেখা টুপি। ট্রেন প্লাটফর্মে ঢুকতেই জাতীয় পতাকা নেড়ে স্বাগত জানায় সকলে। ট্রেন দাঁড়াতেই উৎসুক জনতারা বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে সেলফিতে তুলে ব্যস্ত হয়ে পরেন। ঠিক দু’মিনিট পর অর্থাৎ ১২টা ৩২মিনিটে বন্দে ভারত পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।