এই মুহূর্তে কলকাতা

কোভিড অবনতির আশঙ্কায় করোনা পরীক্ষা ও টিকাকরণ বাড়ানোর জোর রাজ্যের।


কলকাতা, ২৮ ডিসেম্বর:- সম্ভাব্য কোভিড পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষা, পরিকাঠামো ও টিকাকরণ বাড়ানোর ওপর জোর দিয়েছে। তবে এখনই রাজ্যে কঠোর কোভিড বিধি লাগু করা হচ্ছে না। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার নবান্নে জেলাপ্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে ৩৭১৮টি কোভিড বেড প্রস্তুত রাখা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যসচিব এদিনের বৈঠকে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। করোনা পরীক্ষার সব ধরনের কিট মজুত রাখতে বলা হয়েছে। হাসপাতালগুলিতে অক্সিজেন কন্সেন্ট্রেটর সহ সব রকমের পরিকঠামো তৈরি রাখতে বলা হয়েছে। নজরদারি বাড়াতে হবে এয়ারপোর্টে। যাঁদের শ্বাস জনিত সমস্যা রয়েছে, তাঁদের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এদিনের বৈঠকে ভ্যাকসিন নিয়েও আলোচনা হয়।

রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষকে বুস্টার ডোজ দেওয়া সম্ভব হয়েছে। বুস্টার ডোজ নিতে বাকি রয়েছেন এখনও অনেকেই। তাই বুস্টার ডোজ প্রয়োজন এখনও আরও অনেক। ভ্যাকসিনের এই প্রয়োজনীয়তার কথা কেন্দ্রকে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, ভ্যাকসিন চেয়ে প্রয়োজনীয় চিঠি লেখা হচ্ছে রাজ্যের তরফে। রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বুধবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলাশাসক। জেলাশাসকদের পাশাপাশি এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এই পর্যালোচনা বৈঠক থেকে জেলাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন এদিন তিনি। তবে বিধি নিষেধ নিয়ে কঠোর অবস্থান না নিলেও, নবান্নের নির্দেশ বিভিন্ন জেলায় করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি বাড়াতে হবে।