এই মুহূর্তে কলকাতা

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বাড়ছে ডাক্তারির আসন সংখ্যা।

কলকাতা, ১৯ ডিসেম্বর:- আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের জন্য ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলার ৫ টি মেডিকেল কলেজ মিলিয়ে এই শ্রেণীর জন্য মোট আড়াইশোটি আসন বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ডায়মন্ড হারবার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ এবং কোচবিহার মেডিকেল কলেজে এমবিএস এর ৫০টি করে আসন বাড়াতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। ওই মেডিকেল কলেজগুলোতে বর্তমানে ১০০ টি করে আসন রয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পুর্বয়দের জন্য ৫০টি করে আসুন বাড়িয়ে ওই সবকটি মেডিকেল কলেজের ডাক্তারি স্নাতকের আসন সংখ্যা হচ্ছে দেড়শ।

স্বাস্থ্য সূত্রে জানা গেছে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের পড়ুয়ারা এই আসন গুলিতে ভর্তির সুযোগ পাবেন।এই ক্ষেত্রে ইউজিসি এবং জাতীয় মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুসারে ওই আসনে ছাত্র ভর্তি করা হবে।এমনিতেই রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের জন্য স্নাতকোত্তর স্তরে আসন অনেকটাই বেড়েছে। ১৭ মেডিক্যাল কলেজ মিলিয়ে আসন বৃদ্ধির সংখ্যা ৬৫০। কলকাতা ন্যশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, আর জি কর সহ ১৭ কলেজে স্নাতকোত্তর স্তরে আসন বেড়েছে। আসন বাড়ছে সাগর দত্ত, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, কোচবিহার মেডিক্যাল কলেজে। আসন বৃদ্ধির তালিকায় রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজও।এবার আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের আসন বাড়ায় সামগ্রিক ভাবে ডাক্তারি পড়তে চাওয়া ছেলেমেয়েরা উপকৃত হবেন বলে শিক্ষা মহলের অভিমত।