হাওড়া, ১১ ডিসেম্বর:- টেট পরীক্ষার্থীদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হলেও তাদের অভিভাবকদের বাইরে বসার কোনও ব্যবস্থা নেই। পরীক্ষাকেন্দ্রের প্রায় ১০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। ফলে ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, পরীক্ষার্থীদের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে ঠিক কথা।
কিন্তু তাদের সঙ্গে আসা অভিভাবকদের বাইরে বসার কোনও ব্যবস্থা নেই। রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাথরুমেরও ব্যবস্থা নেই। যেসব পরীক্ষার্থীর সঙ্গে কোনও অভিভাবক আসেননি তাঁদের ব্যাগপত্রও বাইরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।