এই মুহূর্তে কলকাতা

রবিবার টেট পরীক্ষার দিন সমস্ত সরকারি ও বেসরকারি বাস পথে নামানোর নির্দেশ পরিবহনমন্ত্রীর।

কলকাতা, ৯ ডিসেম্বর:- রবিবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ছুটির দিন হওয়ায় এমনিতে সেদিন পথে গণপরিবহন কম থাকবে। এমত অবস্থায় টেট পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা ফেরত আসতে অসুবিধা না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন পরীক্ষার দিন অন্যান্য দিনের মতোই সরকারি বেসরকারি সমস্ত বাস পথে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসতে চলেছেন। প্রায় ১৪০০ টি কেন্দ্রে নেওয়া হবে। পরিবহন মন্ত্রী শুক্রবার বলেন, “১১ ডিসেম্বর যেহেতু রবিবার, ছুটির দিন। তাই বিশেষভাবে আমার সবাইকে অনুরোধ করেছি ওইদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত যানবাহন রাস্তায় থাকে। ওইদিন সমস্ত বাস পথে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, ওই দিন যেন তারা তাদের সমস্ত বাস পথে নামান।

পাশাপাশি আমি বেসরকারি বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছি ১১ তারিখ যেহেতু রবিবার তা সত্ত্বেও যেন ওই দিন বাসের কর্মচারীরা সকলেই কাজে যোগ দেন। জলপথ পরিবহন ও ওই দিন চালু রাখা হচ্ছে।” বর্তমানে প্রায় ২০০০ এর ওপরে সরকারি বাস চলাচল করে প্রতিদিন। এতগুলি বাস রবিবার পথে পাওয়া যাবে। সারা বাংলা মিলিয়ে প্রায় ৩৬ হাজারের কাছাকাছি বেসরকারি বাস রয়েছে। ওই দিন সেগুলিকেও চালাতে অনুরোধ করা হয়েছে।ঐদিন যাতে কোনরকম সমস্যায় পড়তে না হয় পরীক্ষার্থীদের তাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুর হেডকোয়ার্টারে যোগাযোগের নম্বর হলো উজ্জ্বল সামন্ত ৭৩৬৩৯২ ০০৭০, বাপ্পাদিত্য মন্ডল ৯৪৩৪৬৭ ৩৮৪২ শুভেন্দু দাস ৭৬৯৯৯৯৫৯১০বেলঘড়িয়া ডিভিশনাল অফিশের যোগাযোগের সুব্রত মজুমদার ৯৮৭৫৩৭ ৪২২৭ গোবিন্দ দাস ৯৮৩৬ ৯৫ ৯১০, আকাশ দত্ত ৮৭৭৭০৪৭১৪৭। পরীক্ষার্থীরা কোনরকম চলাচলের পথে অসুবিধায় পড়লে এই নাম্বার গুলিতে যোগাযোগ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন পরিবহন মন্ত্রী জানান।