এই মুহূর্তে কলকাতা

এসএসকেএম হসপিটালের ভর্তির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৯ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার। এবার সেই হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। রাজ্যে চিকিৎসার অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিত এসএসকেএম হাসপাতালে কেন পদ্ধতিগত জটিলতার কারণে রোগীদের পরিষেবা লাভ করতে বেগ পেতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার বাইপাসে চিংড়িহাটা মোড়ে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত কয়েকজন ভর্তি হয়েছেন এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। বিকেল সেখানে তাঁদের খোঁজ নিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই হাসপতালের অন্য এক অনুষ্ঠান থেকে তিনি প্রশ্ন তোলেন, চিংড়িহাটার ঘটনায় জখমদের ক্ষেত্রে যত্ন করে চিকিৎসা করা হলেও ট্রমা কেয়ারে অন্য রোগীদের ক্ষেত্রে কেন দীর্ঘ প্রক্রিয়া চলছে?

এদিন মুখ্যমন্ত্রী একপ্রকার নির্দেশ দিয়েই বলেন, ‘আমাদের কোথাও যদি সিস্টেমে ভুল থাকে তাহলে তা ঠিক করতে হবে। আগে রোগীর চিকিৎসা। পরে প্রসেস।’ মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘শুনলাম অ্যাডমিশনের প্রসেসেই নাকি সময় লাগে। কিন্তু এটা তো ট্রমা কেয়ারে তো এটা হওয়া উচিত নয়। এখন যদি একজন প্রেগন্যান্ট মহিলা আসেন, তাঁকে যদি প্রসেসের জন্য ছ’ঘণ্টা ফেলে রাখা হয় তাহলে তাঁর তো জীবনটাই সঙ্কটে পড়ে যাবে।’ অনেকের মতে, এসএসকেএমের উদ্দেশে বললেও এই বার্তা আসলে গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলিকেই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আরও একবার সরকারি হাসপাতালের ‘রেফার’ রোগ নিয়ে ক্ষোভ জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি বলেন, এসএসকেএম হল উৎকর্ষ হাসপাতাল। সেখানে যদি এরকম হয় তা ঠিক নয়। তবে সার্বিকভাবে এসএসকেএম যেভাবে চিকিৎসা পরিষেবা দেয় তার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।