সুদীপ দাস, ৬ ডিসেম্বর:- দেশের শীর্ষ আদালতের রায়ের পর আবারও চালু হল দুয়ারে রেশন কর্মসুচি। মঙ্গলবার সকালে চুঁচুড়ার চকবাজার বাঁধের ধারে এই কর্মসুচি চলে। প্রসঙ্গত রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসুচির বিরোধীতা করে কোলকাতা হাইকোর্টে মানলা রুজু করেছিল রেশন ডিলাররা। কোলকাতা হাইকোর্টের রায় সরকারের বিরুদ্ধে যেতেই সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের দুয়ারে সরকার শুরু হল। আজ চুঁচুড়ার চকবাজারে বাঁধের ধারে দুয়ারে রেশন কর্মসুচিতে রিতীমত লাইন পরে যায়। বহু মানুষ নিজেদের বাড়ির কাছে রেশন তুলতে আসেন। দুয়ারে রেশন চালু হওয়ায় সকলেই খুশি। অন্যদিকে রেশন ডিলার বলেন আমারদের পরিবহন খরচের ব্যবস্থা রাজ্য সরকার করবে বলেছে। সে বিষয়টা বাস্তবায়িত হলে আমাদেরও সমস্যা নেই।