কলকাতা, ৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ। ২৫ ডিসেম্বরের আগে পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, ২৫ ডিসেম্বর থেকে আবার বড়দিন ও বর্ষ বরণের উৎসব শুরু হয়ে যাবে। বহু মানুষ এই সময়ে দলবেঁধে পিকনিকে যান। কলকাতায় পর্যটন কেন্দ্র রাজ্যের বহু মানুষ বাড়াতে আসেন এই সময় সে তো সংস্কার করলে যানজটে মানুষ নাজেহাল হবেন।তাই মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ২৫ ডিসেম্বর এর আগেই সেতু সংস্কারের কাজ শেষ করতেই হবে। মুখ্যমন্ত্রী এই নির্দেশ পেয়ে শুক্রবারেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে দ্রুত বৈঠকে বসেন পূর্তমন্ত্রী পুলক রায়। তিনি ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেন পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করতে হবে। যদি কোন সমস্যা হয়, সেই সমস্যা সমাধানে আগামী সোমবার ফের বৈঠকে বসবেন পূর্ত মন্ত্রী। সাঁতরাগাছি ব্রিজ দিয়ে প্রতিদিন সত্তর হাজার গাড়ি চলাচল করে।
কিন্তু ব্রিজের কলকাতামুখী লেনের এক্সপানশন জয়েন্টগুলির বেহাল দশা। ১৯ নভেম্বর থেকে মেরামতির কাজ শুরু হয়। সাঁতরাগাজি ব্রিজে এখন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গাড়ি চলছে, তাও শুধুমাত্র কলকাতা থেকে হাওড়ামুখী লেনে! রাতে পুরোপুরি বন্ধ থাকছে সেতু। শুধু তাই নয়, মেরামতি চলাকালীন ব্রিজে পণ্য়বাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়েছিল।এদিকে সাঁতরাগাছি ব্রিজে মেরামতির কারণে চরমে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। ঘুরপথে যাতায়াত করতে গিয়ে যেমন সময় বেশি লাগছে, তেমনি যানজটও হচ্ছে অনেক বেশি। দেড়মাস নয়, মানুষের সুবিধার জন্য বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ খুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এর আগে, ২০১৬ সালে কলকাতা থেকে হাওড়াগামী লেনের এক্সপানশন জয়েন্টগুলি মেরামতি করা হয়েছিল।