এই মুহূর্তে কলকাতা

৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা।


কলকাতা, ২ ডিসেম্বর:- গঙ্গা সাগর মেলাকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে আসা পূণ্যার্থীদের হাত ধরে যাতে এ রাজ্যে নতুন করে কোভিডের সংক্রমন না ছড়ায় রাজ্য সরকার তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। কোভিড সঙ্গে নিয়ে মেলায় আসা পূণ্যার্থীদের যাতে প্রথমেই ভিড় থেকে আলাদ করে হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত তাঁর চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করে তোলা যায় সেই দিকেই এবার সব থেকে বেশি নজর দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এবারের গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি অবধি। সেই সময়েই বা তার আগেই গঙ্গাসাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গঙ্গাসাগরে জানুয়ারি মাস থেকেই নিরাপত্তায় কড়াকড়ি করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে মেলা চত্বরে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স ও প্যারামেডিকের সংস্থান রাখা হবে। ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের প্রাথমিক হিসাবে এই কাজে প্রয়োজন অন্তত ৪১ জন মেডিক্যাল অফিসার, ২০ জন নার্স ও বেশ ক’জন বিশেষজ্ঞ চিকিৎসকের।

নবান্ন সূত্রে জানা গিয়েছে এবারে মেলার আয়োজনের জন্য রাজ্য সরকার প্রায় ৫ কোটি টাকা খরচ করতে চলেছে যার একতা বড় অংশই খরচ হবে পরিবহণ ও কোভিড পরিকাঠামোর জন্য। এবারের মেলাতেও এন্ট্রি পয়েন্টগুলিতে কোভিড টেস্টের ব্যবস্থা রাখা হবে। গঙ্গাসাগর সংলগ্ন প্রতিটি হাসপাতালে ‘র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ এর ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে ৫টি অস্থায়ী হাসপাতাল-সহ হারউড পয়েন্ট, কচুবেড়িয়া ও নামখানা বাসস্ট্যান্ড এবং ঘাটেও এই টেস্টের ব্যবস্থা থাকবে। কোভিড বেড তথা আইসোলেশান ওয়ার্ড রাখা হবে ডায়মন্ডহারবার, কচুবেড়িয়া, কাকদ্বীপ, বাঙুর, সাগর হাসপাতাল ও সাগরের মেলা হাসপাতালে। সাগরে থাকছে ১০টি ও কচুবেড়িয়া অস্থায়ী হাসপাতালে ৫টি শয্যার ব্যবস্থা। কোভিড মোকাবিলায় ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, বাঙুর ও সাগর হাসপাতালে চারটি ক্রিটিক্যাল ইউনিট চালু থাকছে। থাকছে সেফ হাউসও। কোভিড রোগীদের জন্য মজুত রাখা হচ্ছে ১০টি অ্যাম্বুল্যান্স। থাকবে এয়ার অ্যাম্বুল্যান্স ও একাধিক ট্রমা কেয়ার সেন্টার। সব মিলিয়ে মেলা থেকে যাতে কোনঅভাবেই বাংলার বুকে কোভিড ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এখন থেকেই কোমর বাঁধছে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।