কলকাতা, ২ ডিসেম্বর:- আগামীকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা। উল্টোদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডায়মন্ডহারবারে সভা করতে চলেছে শুভেন্দু অধিকারী। তা নিয়ে আজ ফিরহাদ হাকিম বলেন লাফালাফি করে লাভ নেই। বিজেপি ১০০ কিলোমিটারের মধ্যে নেই। লাফালাফি করে কোর্টে যাচ্ছে আপনাদের সামনে বিরাট কিছু দেখাচ্ছে। বাংলায় তার কোন অস্তিত্ব নেই ।পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া যাবে তা। লাাপালাপি না করলে দিল্লির নেতারা বুঝতে পারবে না দিলীপ বড় না শুবেন্দু বর যাতে দিল্লির নেতারা জানতে পারে,
তাই জন্য লাফালাফি করছে এরা। অভিষেকের সভায় কয়েক লক্ষ লোক হবে, শুভেন্দু সভায় কয়েক হাজার লোক হবে। আপনারা সেটা দেখাতে পারবেন না তার কারণ আপনাদের স্যাটেলাইটের লাইসেন্স ক্যানসেল হয়ে যাবে। গুন্ডা বদমাইশ যা আছে বিজেপিতে আছে। তৃণমূলের কার্তিক ব্যানার্জির মতো ভদ্রলোকেরা আছে। বিজেপি কে আমার প্রতিপক্ষ ভাবি না। আপনারা টিভিটা বন্ধ করে দিন বিজেপি আর থাকবে না। বিজেপির কোন অস্তিত্বই নেই। ১০০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় কে সরানোর মতো কারোর ক্ষমতা নেই।