এই মুহূর্তে জেলা

নিজেদের সন্তানদেরই বিক্রির অভিযোগ। এক দালাল সহ দম্পতি গ্রেফতার।

হাওড়া, ১ ডিসেম্বর:- এক দম্পতি নিজেদের সন্তানদের বিক্রির অভিযোগে এক দম্পতি সহ মোট তিনজনকে গ্রেফতার করলো সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের নাম রত্না বর, বিশ্বজিৎ বর এবং শ্যামলি নস্কর। রত্না এবং বিশ্বজিৎ দম্পতি। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিৎ এবং রত্নার বাড়ি সাঁকরাইলের উলা গ্রামে। তাদের চারটি ছেলে-মেয়ে। বিশ্বজিৎ সেভাবে কোনও কাজকর্ম করেন না। বউয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন। লকডাউনের সময় হাতে ২০২০ সালে তাদের একটি মেয়ে হলে তাকে বিক্রি করে দেওয়া হয় উলুবেড়িয়ায়। আবার মাস দেড়েক আগে একটি ছেলে হয়। সেই ছেলেকেও নলপুরে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। অর্থের লোভে ওই দম্পতি তার দুই শিশুকে বিক্রি করে দেওয়ার পর তার আরও দুই শিশুকে বিক্রির চেষ্টা চালাচ্ছিল।

বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনা পুলিশকে জানালে সাঁকরাইল থানার পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে। এই ঘটনায় শিশু বিক্রির দালাল চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে শ্যামলি নস্কর নামের এক মহিলাকে নলপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এলাকার বাসিন্দা সন্ধ্যা পটনায়ক জানান, টাকার জন্য কোনও বাবা মা যে এরকম কাজ করতে পারে তা তাঁরা ভাবতে পারছেন না। বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস কেয়ার অফ চিলড্রেন অ্যাক্টে মামলা শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের পাঁচ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়। সরকারী আইনজীবী জানান, ধৃতদের বিরুদ্ধে সন্তান ও অন্য শিশু বিক্রির অভিযোগ আছে। পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধৃতদের হেফাজতে নিয়ে বিক্রি করা শিশুদের উদ্ধার করা ও এই চক্রের অন্য পাণ্ডাদের গ্রেফতার করতে চায় পুলিশ।