কলকাতা, ২৬ নভেম্বর:- আগেই জানা গিয়েছিল এবার কলকাতা আন্তর্জাতিক এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও আসছেন সস্ত্রীক অমিতাভ বচ্চন। এবার জানা গেল আসছেন শাহরুখ খানও। দুবছর পর ফের একবার চাঁদের হাট বসতে চলেছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে। যেখানে একই মঞ্চে থাকবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনরা৷ উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ অমিতাভ বচ্চন আগেই উদ্বোধনী অনুষ্ঠানে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিং খান থাকছেন। শুধু তাই নয়, আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। শুক্রবার বিধানসভায় নতুন স্মারক ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানিয়ে দেন যে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ থাকছেন এবং সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও জানান, ‘এখনও পর্যন্ত যা খবর, এই চলচ্চিত্র উৎসবে ৫২টি দেশের প্রতিনিধি আসছেন। তাঁদের সকলকে বিধানসভা স্মারক ভবনে ঘোরানো হবে। সেখানেই বিধানসভার স্পিকার চা চক্রের আয়োজন করবেন। এই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তাঁরা হলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আমার ভাই শাহরুখ খান। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও আমন্ত্রণ। আরও অনেকেই উপস্থিত থাকবেন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলার সকল বিধায়ক এবং সাংসদরা উপস্থিত থাকুন। তিনি বলেন, ‘ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে বলব সমস্ত বিধায়ক সাংসদকে আমন্ত্রণ জানাতে। যে আসবে আসবে, যে না আসবে সেটা তাঁদের ব্যাপার। কিন্তু আমন্ত্রণ সবাইকে জানাবেন। বিরোধীরা কেউ যেন বাদ না যায়। সবাই যেন আসে।’