এই মুহূর্তে জেলা

পৌরসভার উদ্যোগে কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি।

তরুণ মুখোপাধ্যায় , ২৪ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টার মধ্যেই কোন্নগর পুরসভার উদ্যোগে শুরু হল এলাকার বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি। বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর রাজ রাজ্যেশ্বরী মঠের অধ্যক্ষ এই সন্ধ্যা আরতির সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস। স্বপন বাবু বলেন গঙ্গা আমাদের সমস্ত পাপ হরণকারী দেবী। মা গঙ্গার দীর্ঘ যাত্রাপথে যেখান থেকে শুরু হচ্ছে সেই গোমুখ মাঝখানে বেনারসে গঙ্গা আরতি যুগ যুগ ধরে চলে আসছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা যেন তার এই যাত্রাপথে শেষে বাংলার কালী ক্ষেত্রে এই গঙ্গা আরতি শুরু করি।

আমরা আজ থেকে কোন্নগরের এই বারো মন্দির ঘাটে শুরু করলাম গঙ্গা আরতি। এই ঘাটটি আমরা সৌন্দর্যায়ন করে ঘিরে দেব, যাতে প্রতিদিন সন্ধ্যায় এখানকার মানুষ এসে আরতি এবং পূজায় অংশ নিতে পারেন। আমরা গতকালই শুরু করতে পারতাম কিন্তু গতকাল ছিল কৃষ্ণপক্ষ, আজ শুক্লপক্ষ বৃহস্পতিবার অতি প্রবৃত্ত দিন, তাই এই দিন থেকেই শুরু হয়ে গেল আমাদের বার মন্দির ঘাটে সন্ধ্যা আরতি। আমার স্থির বিশ্বাস মা গঙ্গা সমস্ত মানুষের মঙ্গল করবেন। এদিনের অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।