এই মুহূর্তে জেলা

ঠান্ডা পড়তেই লোকাল ট্রেনে মোবাইল চোরদের দৌরাত্ব্যে অতিষ্ঠ নিত্যযাত্রীরা।

হুগলি, ১৯ নভেম্বর:- ঠান্ডা পড়তেই হাওড়া বর্ধমান মেন লাইন শাখায় লোকাল ট্রেনে মোবাইল চোরদের দৌরাত্ব্যে অতিষ্ঠ নিত্যযাত্রীরা। ইতিমধ্যে গত এক সপ্তাহে লোকাল ট্রেনে মোবাইল চুরির সংখ্যা বাড়ার অভিযোগ পেয়েই তদন্তে নেমে বুধবার রাতে কোন্নগর স্টেশন থেকে এই চুরি চক্রের পান্ডাকে গ্রেফতার করল বেলুড় জিআরপি। ধৃতের নাম সঞ্জয় লবকুশ রাজপুত। প্রত্যেক বছর শীতের সময় উত্তরপ্রদেশ থেকে বাংলায় চলে আসত সঞ্জয়। তারপর দলবল নিয়ে লোকাল ট্রেনে অপারেশন চালাত। ধৃতের কাছ থেকে পুলিশ ১১ টি দামি মোবাইল ফোন উদ্ধার করেছে। শনিবার তিন দিনের পুলিশি হেফাজত শেষে ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।

বেলুড় জিআরপি সূত্রে জানা যায় ধৃত সঞ্জয় রবিবার উত্তরপ্রদেশ থেকে হাওড়া এসে সেখানকার একটি হোটেলে ওঠে। তারপর সোম ও মঙ্গলবার লোকাল ট্রেনগুলিতে একের পর এক মোবাইল চুরি করে। বুধবার রাতে সঞ্জয় নামে ওই যুবককে লোকাল ট্রেন থেকে বার বার ওঠানামা করতে দেখে জিআরপির সন্দেহ হয়। এরপরই বেলুড় জিআরপি তাকে কোন্নগর স্টেশনে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে তার কুকীর্তির কথা স্বীকার করে নেয়। পুলিশ জানিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে যে সূত্র পাওয়া গেছে সেই সূত্র ধরে এই মোবাইল চুরি চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।