হাওড়া, ১৮ নভেম্বর:- ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। আজ সকালে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে হাতেনাতে ধরে তার ব্যাগে তল্লাশি চালালে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা নগদ উদ্ধার হয়। রেলযাত্রী রাজকুমার বিন্দ নামে ৩৯ বছর বয়স্ক ওই ব্যক্তি বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চেপে হাওড়ায় এসেছিলেন। তার বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে।
আরপিএফ জওয়ানরা তাকে টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এমনকি ওই টাকার সাপেক্ষে কোন প্রমাণপত্র দেখাতে না পারায় আরপিএফ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। আরপিএফ এর পক্ষ থেকে খবর দেওয়া হয় কলকাতার ইনকাম ট্যাক্স অফিসে। সেখানকার আধিকারিকরা এলে তাদের হাতে টাকা সমস্ত টাকা তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।