এই মুহূর্তে কলকাতা

পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস।

কলকাতা, ১৭ নভেম্বর:- পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। অবসর প্রাপ্ত এই আই এ এস আধিকারিক বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন। জগদীপ ধনখড়ের সময়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম সীমায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ধনখড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন লা গণেশন। ধনখড়ের উত্তরসূরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ মধুর। এখন নতুন রাজ্যপাল এলে ধনখড়ের সময়ের সংঘাত ফিরবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অত্যন্ত বৈচিত্রময় কেরিয়ার সি ভি আনন্দ বোসের।

জেলা শাসক হিসেবে কেরিয়ার শুরু করেন। ১৯৭৭ সালের আইএএস অফিসার হিসেবে জেলা শাসক থেকে তিনি চিফ সেক্রেটারি হন। একসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বও সামলেছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন। অতীতে তিনি জওহরলাল নেহরু ফেলোশিপ পেয়েছিলেন। এমনকি লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেলো ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে ১৫ টি গোল্ড মেডেল পেয়েছিলেন সিভি আনন্দ বোস। তবে সরকারি চাকরি থেকে অবসরের পর রাজনৈতিক ভাবে নরেন্দ্র প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। সঙ্ঘ পরিবারের সঙ্গেও তাঁর যোগাযোগ মন্দ নয়।