কলকাতা, ১৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগে সর্বশিক্ষা মিশন অভিযানে রাজ্যকে হাজার কোটি টাকা দিয়েছিল মোদি সরকার। একশো দিনের কাজ, বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে কয়েক হাজার কোটি টাকা প্রাপ্য বাংলার। বিধানসভা ভোটে হারার পর থেকেই রাজ্যে চলা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পাওনা টাকা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।
বাংলাকে যাতে টাকা না দেওয়া হয়, তার জন্য বার বার সওয়াল করে চলেছেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বিধায়ক-সাংসদরা লাগাতার চিঠি দিয়ে রাজ্যকে কোনও টাকা না দেওয়ার অনুরোধ জানিয়ে চলেছেন। পাল্টা পাওনা টাকা চেয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের প্রাপ্য বকেয়ার তালিকাও তুলে দিয়ে এসেছিলেন। যদিও তার পরে তিন মাস কেটে গেলেও একশ দিনের কাজের জন্য রাজ্যের বকেয়া পাওনা মেটানোর বিষয়ে কোনও ইতিবাচক ভূমিকা নেয়নি মোদি সরকার। আদৌ গ্রাম বাংলার ভোটযুদ্ধের আগে ওই টাকা মিলবে কিনা তা নিয়ে যথেষ্টই সংশয়ে রাজ্যের আমলারা।