হুগলি, ১৬ নভেম্বর:- উদ্বোধন হয়ে গেলো সাহাগঞ্জ ও বাঁশবেড়িয়া কার্তিক পুজোর গাইড ম্যাপ। উদ্বোধন করলেন স্বপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা র পৌর প্রধাণ আদিত্য নিয়োগী, উপপ্রধান শিল্পী চ্যাটার্জী হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ পুলিশ আধিকারিকরা। ৩৫০ বছরের বেশী সময়ের বেশী বাঁশবেরিয়ার কার্তিক পূজো। কেন্দ্রীয় কমিটির উদ্যোগ এ ২০ তারিখে শোভাযাত্রা। মোট ৪২টি পুজোঅংশগ্রহণ করবে এই শোভাযাত্রায়।
১৭ তারিখ ২০ পর্যন্ত চলবে এই পূজো।নিছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। থাকবে ১২টি পুলিশ বুথ, থাকছে প্রায় ১০০০ পুলিশ, থাকছে çc টি ভি, থাকছে নো এন্ট্রি জোন, থাকছে জলপথে নিরাপত্তা, থাকছে ড্রোন ক্যামেরা। সাহাগঞ্জ (চন্দননগর কমিশনারেট )ও বাঁশবেড়িয়া (গ্রামীণ পুলিশ )আও তায়, তাই দুদিকেই তৎপর পুলিশ। শোভাযাত্রায় সাহাগঞ্জ থেকে আসবে ২৪টি শোভাযাত্রা এবং ১৮টি যাবে সাহাগঞ্জের দিকে রোটেশেনালি ঘুরবে এই শোভাযাত্রা।