বাঁকুড়া,৮ মার্চ:- গতকাল গভীর রাতে আনুমানিক রাত তিনটা নাগাদ বাঁকুড়ার বিখ্যাত লক্ষ্মাত্যড়া শ্মশান কালী মন্দিরের তালা ভেঙে মা কালির গায়ের অলংকার চুরি করে পালিয়ে যায় এক দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে লক্ষ্মাত্যড়া শ্মশান কালী মন্দিরে। মন্দিরের পিছন দিকের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে এমনটাই অনুমান এলাকাবাসীর। শ্মশান কালী মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীর দল। এলাকাবাসীর চোখে ঘটনাটি পড়তেই তারা চেঁচামিচি শুরু করতেই পালিয়ে যায় দুষ্কৃতীর দল। এরপর বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। মায়ের মাথার মুকুট, হাতের বালা, পায়ের নুপুর, হাতে থাকা খড়গ,প্রনামী বাক্সে থাকা টাকা ও দান সামগ্রীসহ আনুমানিক লক্ষাধিক টাকার গহনা সোনার সামগ্রী চুরি হয়েছে বলে অনুমান করা হয়েছে। মহাশ্মশানের পাশেই সারাদিন চলে পুলিশি টহলদ্বারি তা সত্বেও মন্দিরের তালা ভেঙ্গে মা কালির সোনার গহনা চুরি হয়ে গেল তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। এলাকাবাসীর দাবি মন্দির চত্বরে পুলিশি টহল বাড়ানো ও মন্দির চত্তরে সিসিটিভি লাগানো।