এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের অনুমতি ছাড়া উচ্ছেদ অভিযান চালানো যাবেনা, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৪ নভেম্বর:- রাজ্য সরকার জমির জবর দখল মানবে না। কিন্তু যারা ইতিমধ্যেই কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকারি সংস্থার খাস জমিতে বসবাস বা চাকরি করছেন তাদের জমি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের সরকারের এই অবস্থানের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের জমি, রেল, বন্দর, খনি—কোনও জমি থেকেই কাউকে উচ্ছেদ করা যাবে না। এটা রাজ্য সরকারের নীতি।

মুখ্যমন্ত্রী আজ নবান্নে দ্রব্যমূল বৃদ্ধির বিষয়ে বিভাগীয় মন্ত্রী অফিসার এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই একজন মুখ্যমন্ত্রীকে একটি জায়গায় উচ্ছেদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ কাউকে উচ্ছেদ করতে পারবে না। আর রাজ্য সরকার কাউকে অনুমতি দেবেও না। এটাই সরকারের নীতি। প্রসঙ্গত, বছর কয়েক আগে রাজ্য সরকারের তরফে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পতিত সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারীদের ধীরে ধীরে পাট্টা দেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনও সরকারি বিজ্ঞপ্তি বা আদালতের রায়কে হাতিয়ার করে জমি থেকে তুলে না দিতে পারে।