এই মুহূর্তে জেলা

গ্যাস লিক করে আগুন হাওড়ার স্কুলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পড়ুয়াদের।


হাওড়া, ৩ নভেম্বর:- গ্যাস লিক করে আগুন লাগলো হাওড়ার স্কুলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুরে। জানা গেছে, স্থানীয় মাছাল প্রাথমিক বিদ‍্যালয়ে মিড ডে মিলের রান্নার সময় এদিন হঠাৎই গ‍্যাস সিলিন্ডার লিক করে। ধোঁয়ায় ভরে যায় রান্নাঘর। স্কুলের শিক্ষকরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ছাত্রছাত্রীদের দ্রুত স্কুল থেকে বাইরে বের করে নিরাপদ স্থানে নিয়ে যান। ছুটে আসেন এলাকাবাসীরাও।

প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভাবার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিডিও সহ গোবিন্দপুরের তৃণমূল সভাপতি গোবিন্দ মাঝি সহ প্রসাশনের আধিকারিকরা। যদিও সমস্ত ছাত্রছাত্রীরা নিরাপদ বলে দাবী করেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনা কি কারণে হলো এবং গাফিলতি নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জগৎবল্লভপুর থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।