এই মুহূর্তে জেলা

দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক।

সুদীপ দাস , ২৩ অক্টোবর:- দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক শোভনা চক্রবর্তী(৬০)। শোভনাদেবী হুগলীর ভদ্রেশ্বর স্টেশন রোডের গভঃ কলোনীর মোড় এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে একটি আবাসনের তিনতলায় একাই থাকতেন শোভনাদেবী। দিনভর লেখালেখি ও বই পড়া নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। রবিবার রাতে ঘরে প্রদীপ জ্জ্বালাতে গিয়ে কোনভাবে দূর্ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। বদ্ধ ঘরে আগুন লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিত্যিকের। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেখানে। ঘটনাস্থলে উপস্থিত দমকল সহ পুলিশ-প্রশাসনের আধিকারিকরা।