এই মুহূর্তে কলকাতা

ঢাকে কাঠি পঞ্চায়েত নির্বাচনের, আগামীকাল আসন বিন্যাস তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।

কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে আগামীকাল রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে।২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলা শাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্যমনের দাবি জানাতে পারবে। ৭-১৬নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি,সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে।

যা গোটা ডিসেম্বর মাস ধরে চলবে বলে কমিশন সূত্রে জানা গেছে।রাজ্য সরকার২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নিরবাচন করার ব্যপারে কমিশনের সঙ্গে আলোচনা করেছে। রাজ্য পুলিশ দিয়েই আসন্ন পঞ্চায়েত ভোট করানো হবে বলে প্রথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর জানুয়ারি মাসেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে হতে পারে। হাওড়া পুরসভার বকেয়া নির্বাচন আগামী বছরের শুরুতেই হতে পারে। তবে চলতি বছরে কোনওভাবেই , সেখানে নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বর্তমানে হাওড়া পুর এলাকায় ওয়ার্ড পূণর্বিন্যাসের কাজ চলছে। হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ডে রূপান্তরিত করা হবে। আসন পূণর্বিন্যাসের কাজ শুরু হলে, সংরক্ষিত আসন চিহ্নিত করার কাজ শুরু হবে।ওই কাজ শেষ হওয়ার আগে হাওড়ায় ভোট করানো সম্ভব নয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এই অবস্থায়, কোনওভাবেই চলতি বছর হাওড়া নির্বাচন সম্ভব নয়। আগামী বছরে হবে হাওড়া পুরসভা নির্বাচন, এমনই খবর কমিশন সূত্রে। কিন্তু, দিনক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।