হাওড়া, ১২ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়িতে ট্রাফিক গার্ডের অফিসের সামনে থেকেই মিললো বোমা। ঘটনাস্থলে ছুটে আসে বম্ব স্কোয়াড ও সিআইডি। গোলাবাড়ি ট্রাফিক গার্ডের ভিতরে ফাঁকা জমি থেকে বুধবার মিলেছে প্রায় আটটি বোমা।
ঘটনাস্থলে এসেছে বম স্কোয়াড ও সিআইডি টিম। পুলিশের দাবি বোমাগুলি একটি পুরনো কেসের। আপাতত বোমাগুলি সেখান থেকে নিষ্ক্রিয় করে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে বম্ব স্কোয়াড।