এই মুহূর্তে জেলা

ট্র‍্যাক মেশিনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু।

হাওড়া, ১১ অক্টোবর:- রেলের ট্র্যাক মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত পাশের লাইন দিয়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে হাওড়া থেকে লিলুয়া স্টেশনের মাঝামাঝি এলাকায়। জানা গেছে, হাওড়া থেকে লিলুয়া স্টেশনের দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি। স্পিড অত্যন্ত কম ছিল। সেই সময় অসাবধানতাবশত ট্র‍্যাক মেশিনে কাজ চলার সময় কোনওভাবে পাশের লাইনে আসা ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।

মৃতের নাম শোভিক মন্ডল, বয়স ৪৩। ঘটনার বিষয়ে স্বরূপ কুমার সিনহা নামের এক আধিকারিক জানান, যে লাইনে কাজ হচ্ছিল সেই লাইনে ট্রাফিক ব্লক ছিল। পাশের লাইনে ট্রাফিক প্রোটেকশন করা ছিল। গাড়ি অত্যন্ত কম স্পিডে যাচ্ছিল। কিন্তু সম্ভবত জায়গাটি ছোট হওয়ায় কোনওভাবে অসাবধানতাবশত ওই কর্মী দুর্ঘটনার মুখে পড়ে যান।