এই মুহূর্তে জেলা

নিরঞ্জনে বিপর্যয়, হরপা বানে মৃত ৮, উত্তরবঙ্গ জুড়ে শোকের বাতাবরন।

জলপাইগুড়ি, ৬ অক্টোবর:- দশমীতে শোকের ছায়া, নিরঞ্জনে বিপর্যয়, আচমকা হরপা বানে মাল নদীতে বহু মানুষ সহ গাড়ি আটকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্গা প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপর্যয়, হঠাত্‍ করেই নদীতে জল বেড়ে যায় এবং বহু লোক ও গাড়ি মাঝ নদীতে আটকে পড়ে। জলপাইগুড়ি জেলার মাল বাজারের মাল নদীর এই ঘটনা। জানা গিয়েছে, হঠাত্‍ করে পাহাড় থেকে জল নেমে আসে এবং হরপা বানে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ।

প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে শুরু হয় উদ্ধার কাজ। মালবাজারে বিসর্জন ঘাটে হড়পা বানে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিকে মাল বাজারে হড়পা বানে ভেসে যাওয়া নাগরিকদের উদ্ধার করতে NDRF, সিভিল ডিফেন্স, জেলা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় নাগরিকরা দুরন্ত গতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিজয়া দশমীর দিন উত্তরবঙ্গ জুড়ে শোকের বাতাবরণ।