এই মুহূর্তে কলকাতা

সরকারি দপ্তরে ছুটি থাকলেও, ৮ই অক্টোবর থেকে ই কাজ শুরু অনলাইনে।

কলকাতা, ৬ অক্টোবর:- রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি চলবে ১১ই অক্টোবর পর্যন্ত। কিন্তু তার আগে আগামী শনিবার ৮ অক্টোবর থেকেই অনলাইনে প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনিক কর্তারা বাড়িতে বসে অনলাইনে যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।জানা গেছে সার্ভার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য গত ২ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুজোর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সহ বিভিন্ন দফতরের অনলাইন কাজকর্ম বন্ধ রয়েছে।৮ অক্টোবর থেকে তা পুনরায় চালু হচ্ছে।ফলে ওই দিন থেকে ওই সব দফতরে ই অফিস পরিষেবা শুরু হবে। রাজ্য সরকারি দফতরের আধিকারিকরা বাড়িতে বসেই অনলাইনে ফাইল অনুমোদন সহ যাবতীয় কাজ করতে পারবেন। ১২ তারিখ থেকে এমনিতে সচল হবে সরকারি অফিসগুলি।

কিন্তু, রাজ্য প্রশাসনকে তার আগে সক্রিয় করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর ছুটিতে সরকারি ‘ই-অফিস সার্ভার’ কাজ করেনি। সরকারি কাজ পরিচালনার দায়িত্বে থাকা এই সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছিল এই ক’দিন। সেই কাজ যথা সময়ে হয়ে যাওয়ায় নবান্নকে ছুটির মরসুমে অনলাইনে সচল করতে অসুবিধা হবে না বলে সূত্রের খবর। গত কয়েক বছরে রাজ্য সরকারি দফতরের সমস্ত প্রশাসনিক ফাইল অনলাইনে মঞ্জুর হয়। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ই-অফিস’। রাজ্য সরকারি দফতরের আধিকারিকরা তাঁদের নির্দিষ্ট আইডি দিয়ে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে লগ-ইন করে যাবতীয় ফাইলের অনুমোদন দিতে পারেন। ফলে সরকারি শীর্ষ আধিকারিকরা বাড়িতে বসে সহজে জরুরি ফাইলের সমস্ত কাজ সারতে পারবেন। এক কথায় শনিবার থেকেই বাড়িতে বসে ভার্চুয়াল অফিসে যোগ দিতে হচ্ছে রাজ্যের সব শীর্ষ আধিকারিককে।