এই মুহূর্তে জেলা

মহাষষ্ঠীর পুণ্য লগ্নে বেলুড় মঠেও পুজোর সূচনা।

হাওড়া, ১অক্টোবর:- শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গাপূজা। শনিবার মহাষষ্ঠীর পুণ্য লগ্নে দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়েছে। চলছে দেবীর বোধন। আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। সকালে ও সন্ধ্যায় হবে পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এবং দর্শকের আসা শুরু হয়েছে বেলুড় মঠে দেবী দর্শনে।