কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- আসন্ন উৎসবের দিনগুলিতে রাজ্যের কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখার জন্য রাজ্য সরকার রাজ্য ও জেলাস্তরের সব আধিকারিকদের সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পুজোর দিন গুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রনের মত বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন।
কোভিড বিধিনিষেধ প্রত্যাহার হয়ে যাওয়ায় এইবার পুজোয় রাস্তায় জনতার ঢল নামবে বলে প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।পরিস্থিতির উপরে নজরদারির জন্য শুক্রবার থেকেই নবান্নে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কন্ট্রোল রুমের নম্বর ১০৭০। দুটি শিফটে কর্মীরা এই কন্ট্রোল রুমে কাজ করবেন। উল্লেখ্য দূর্গাপুজো উপলক্ষ্যে রাজ্য সরকার আগামী শুক্রবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষনা করেছে।