কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের বিভন্ন দফতরের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে এবার বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের মোবাইল অ্যাপ চালু করছে রাজ্য সরকার ।অ্যাপের মাধ্যেমে এরাজ্যের নাগরিকেরা ঘরে বসেই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড, জন্ম মৃত্যুর সংশাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন জানাতে যাবে। রাজ্যে এখন সাড়ে তিন হাজারের বেশি বাংলা সহয়তা কেন্দ্র য়েছে। সেখানে ব্যক্তিগতভাবে গিয়ে নানা পরিষেবা নেওয়া সম্ভব।পাশাপাশি মানুষ বাড়িতে বসেও যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন সেকারণেই এই উদ্যোগ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ওই অ্যাপ ছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রের ওয়েবসাইট www.bsk.wb.gov.in থেকেও এখন।
রাজ্য সরকার একছাতার তলায় আনা রাজ্যের খাদ্য দফতরের উদ্যোগে অনলাইনে ই-রেশন কার্ড বণ্টন চালু হয়েছে। আবার স্বাস্থ্য দফতর চালু করেছে অনলাইনে জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান পরিষেবা। এবার, র উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য হল একটিমাত্র পোর্টাল বা ওয়েবসাইট থেকেই সমস্ত পরিষেবা বণ্টন। মূলত, এই কারণেই বিএসকে পোর্টালটি বেছে নেওয়া হয়েছে। এমনই রেশন কার্ড আর ই-রেশন কার্ডে কোনও তফাত নেই। আবার তফাৎ নেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রেও। তাই বাড়িতে বসে বিএসকে পোর্টালের মাধ্যমেই নিজেদের দরকারি কাজ সেরে নিতে পারবেন যে কেউই। এছাড়াও রাজ্য সরকার আনছে বিএসকে অ্যাপ। এই অ্যাপের দৌলতে স্মার্ট ফোন মারফত বিএসকের সকল পরিষেবা একেবারে হাতের মুঠোয় চলে আসবে।